আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসর, তবে তার আগে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান জশোয়া ফিলিপ। অজি এই ক্রিকেটারের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে তার আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণে ফিলিপ আসন্ন মৌসুম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, আইপিএলে তার মতো দক্ষতা সম্পন্ন ক্রিকেটারকে হারিয়ে আমরা হতাশ। তবে একই সাথে আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি, বিষয়টা বুঝতে পেরেছি ও সমর্থন জানাচ্ছি।
জশোয়া ফিলিপের জায়গায় পুরণে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের দিকে চোখ দিচ্ছে ব্যাঙ্গালোর, গত ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে অবিক্রিত থাকলেও নিউজিল্যান্ডের ঘরোয়া ‘সুপার স্ম্যাশ’ টি-টুয়েন্টিতে দুর্দান্ত পারফর্মেন্সের পর আবারও আলোচনায় এসেছে। ২১ বছর বয়সী এই ক্রিকেটার টুর্নামেন্ট সর্বোচ্চ ৫১২ রান করেন।
এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি ফিন অ্যালেনের, তবে বাংলাদেশের বিপক্ষে ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজে অভিষেকের প্রবল সম্ভাবনা আছে অ্যালেনের।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।