আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম আসর থেকে কার্যত ছিটকে গেছেন জোফরা আর্চার। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী সোমবার ইংলিশ পেসারের ডান হাতে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ফলে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে জোফরা আর্চারকে। এ সময়টাতে কোন ধরনের ক্রিকেট খেলতে পারবেন না ইংলিশ পেসার। যদিও আর্চারের ছিটকে যাওয়া নিয়ে এখনো কোনো প্রকার তথ্য প্রকাশ করেনি তার আইপিএল ফ্যাঞ্জাইজি রাজস্থান রয়্যালস।
এর আগে বাড়ি পরিষ্কার করতে গিয়ে ডান হাতে চোট পেয়েছিলেন জোফরা আর্চার। তবে চোট নিয়েই ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তিনি। তবে ইঞ্জুরির অবস্থা ক্রমশ খারাপ হওয়াতে ওয়ানডে সিরিজ থেকে অব্যহতি দিয়ে বাড়ি পাঠানো হয়েছিল তারকা পেসারকে।
মূলত দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভেবেই বিশেষজ্ঞের মতামত নিয় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি)।
বেশ কয়েক বছর ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে নিয়মিত পারফরম্যান্স করে আসছেন ইংলিশ গতি তারকা। আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের সর্বশেষ আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন জোফরা আর্চার। আসন্ন আইপিএলে তাই ইংলিশ পেসারের অভাব বেশ ভালোভাবেই ভোগাবে রাজস্থান রয়্যালসকে।