ঘরের মাঠে পুরো ম্যাচে ওয়েস্ট হ্যামের গোলবার লক্ষ্য করে সবমিলয়ে ১৫টি শট নিয়েও গোল করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধেও রেড ডেভিলদের সব আক্রমণ ঠেকিয়ে দেয় ওয়েস্ট হ্যাম। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট হ্যামের আত্মঘাতী গোলেই কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন পুরো ম্যাচে স্বাগতিকদের লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি চলতি আসরে দুর্দান্ত খেলা ডেভিড ময়েসের ওয়েস্ট হ্যাম।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আত্মঘাতী গোলটি করেন সফরকারী ডিফেন্ডার ক্রেইগ ডসন। গত ডিসেম্বরে আসরে দুই দলের প্রথম দেখায় ৩-১ গোলে জিতেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।
এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা সর্বশেষ ৪ ম্যাচে কোন গোল হজম করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের হয়ে কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম টানা ৪ ম্যাচ কোন গোল হজম করেনি ওলে গানার। ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ প্রিমিয়ার লিগে টানা ৪টি ক্লিনশীটের দেখা পেয়েছে ২০১৮ সালে, স্পেশাল ওয়ান হোসে মরিনহোর অধীনে।
ঘরের মাঠে দারুণ জয়ে ২৯ ম্যাচে ১৬ জয় ও ৯ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইউনাইটেড। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ১৪ জয় ও ছয় ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হ্যাম। ২৯ ম্যাচ খেলে তিন নম্বরে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৫৬। ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।
এই জয়ে প্রিমিয়ার লিগের সর্বশেষ ২৩ ম্যাচে মাত্র একটি ম্যাচ হারের মুখ দেখে ম্যানচেস্টার ইউনাইটেড। এই সময়ে রেড ডেভিলরা ১৪টি ম্যাচ জিতে, ড্র করে ৮ ম্যাচে। অথচ এই দলটিই প্রিমিয়ার লিগে শুরুর ৬ ম্যাচের তিনটিই হেরেছিল।
দল জিতলেও খুব বেশি খুশি হতে পারেননি ইউনাইটেড কোচ ওলে গানার। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানান রেড ডেভিল বস। স্কাই স্পোর্টসকে ওলে বলেন, “প্রথমার্ধের পারফরম্যান্স ছিলো খুবই বাজে। এক কথায় প্রত্যাশার চেয়েও কম।
দ্বিতীয়ার্ধ স্বাভাবিক ছিল। কিছু প্রচেষ্টাও ছিল। আমরা বেশ পুনর্গঠিতও ছিলাম। তবে সুযোগ কাজে কাগাতে পারিনি। আমরা আরও গোল করতে পারতাম।”