৫ ম্যাচের সিরিজের শেষ ম্যাচটিতে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচ ভারত জয় পেলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে কোহলিদের।
এ নিয়ে সিরিজে ২য় বারের মত জরিমানা করা হলো কোহলিদের। নির্ধারিত সময়ের মধ্যে ভারতের বোলিং ইনিংস শেষ করতে না পারার কারণেই এই শাস্তি হচ্ছে ভারতের। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করার কারণে ভারতীয় দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসির ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ।
আইসিসির বেধে দেয়া সময়ের মধ্যে ২ ওভার কম বোলিং করলে ম্যাচের দুই আম্পায়ার নীতিন মেনন ও অনিল চৌধুরি এবং তৃতীয় আম্পায়ার অনন্তপদ্মনাভন রিপোর্ট করেন ম্যাচ রেফারি শ্রীনাথকে। তারই ভিত্তিতে এই জরিমানা হয়েছে ভারতের।
সাধারণত মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা করা হয়। কিন্তু একই সিরিজে একাধিকবার এমন কান্ড ঘটানোর দায়ে এবার ৪০ ভাগ জরিমানা করা হয়েছে ভারতকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এর আগে সিরিজের ৩য় ম্যাচে ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল ভারতকে। একই সিরিজের চতুর্থ ম্যাচে একই কারণে শাস্তি পেয়েছিল ইংল্যান্ডও।
ম্যাচ রেফারির দেয়া শাস্তি মেনে নেয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন হয়নি।