ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আম্পায়ার্স কল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোহলি। যেটি ভালো চোখে নিতে নিতে পারেননি ডেভিড লয়েড। আরও জানিয়েছেন কোহলি সিদ্ধান্ত নিজেদের দিকে নিতে আম্পায়ারদের উপর চাপ প্রয়োগ করেন। ডেভিড লয়েড ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন। ক্রিকেট ছেড়ে ম্যাচ রেফারি সহ আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শুধু সূর্যকুমারের ক্যাচ এবং ওয়াশিংটন সুন্দরের ক্যাচ নিয়েও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। এর পরই বিরাট কোহলি আম্পায়ার এবং ‘আম্পায়ার্স কল’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারই প্রেক্ষিতে কোহলির উপর চটেছেন ডেভিড লয়েড। জানিয়েছেন, একজন অধিনায়ক হিসেবে কোহলি কী বলবেন আর কী বলবেন না, সেটা নিয়ে যেন সতর্ক হন তিনি।
এছাড়াও লয়েড দাবি করেন পুরো সিরিজ জুড়ে কোহলি আম্পায়ারদের উপর ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করেছেন। আম্পায়ারদের উপর চাপ সৃষ্টি করে সিদ্ধান্ত নিজেদের দিকে নেয়ার চেষ্টা করেছেন।
ইংলিশ গণমাধ্যমকে ডেভিড বলেন, “আমি জানি না আহমেদাবাদে নিতিন মেননের উপর ইংল্যান্ড চাপসৃষ্টি করেছিল, কিনা। তবে আমি এটা জানি, গোটা সিরিজে বিরাট আম্পায়ারদের উপর চাপ সৃষ্টি করেছেন, তাঁদের অসম্মান করেছেন, এবং আম্পায়ারদের উপর বিরক্তি দেখিয়েছেন।”
এদিকে কোহলিদের আনা আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। ভারত অভিযোগ করেছিল আম্পায়ার্স কল এবং সফট সিগনাল সিদ্ধান্ত পরিবর্তনের। কিন্তু বিষয়টি আমলে নেয়নি আইসিসি। মাঠে থাকা আম্পায়ারদের সিদ্ধান্তের ওপরই ভরসা রাখতে চলেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।