বিগ ব্যাশ, আইপিএল থেকে শুরু করে বিশ্বের প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেই দেখা মেলে নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানের। এবার সুযোগ পেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের আসর টি-২০ ব্লাস্টে।
কাউন্টি দল উরচেষ্টারশায়ার র্যাপিডের হয়ে টি-২০ ব্লাস্ট খেলবেন লামিচানে। টি-২০ ব্লাস্টের ২০২০-২১ মৌসুমে দলটির হয়ে খেলবেন ছোট দলের এই বড় তারকা। বিষয়টি নিশ্চিত করেছে উরচেষ্টারশায়ার কতৃপক্ষ।
লামিচানেকে দলে নেয়ার ব্যপারে দলটির কোচ অ্যালেক্স গিডম্যান বলেন, “ইংল্যান্ডে খেলার এটিই তাঁর (লামিচানে) প্রথম অভিজ্ঞতা। আমি নিশ্চিত যে সে ভাল করবে এবং আমাদের সাথে গ্রীষ্মকালীন মৌসমটা দারুণ উপভোগ করবেন।”
Absolutely happy to be the part of @WorcsCCC family for @VitalityBlast. Always heard that county cricket is more than cricket because of it's culture, decorum and amazing crowd. I look forward to the day where more & more talented players from Nepal will feature in county. #2FIVE pic.twitter.com/jDc7G6YVWM
— Sandeep Lamichhane (@Sandeep25) March 25, 2021
উরচেষ্টারশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়ে লামিচানে বলেন, “দলটির অংশ হতে পেরে গর্বিত আমি। সবসময় শুনে এসেছি কাউন্টির টি-২০ ব্লাস্ট শুধু ক্রিকেট নয়, এর চেয়েও বেশিকিছু। কারণ এখানের পরিবেশ, সংস্কৃতি, দর্শক সবকিছুই অতুলনীয়। আমি সেই দিনের প্রতীক্ষায় রয়েছি যেদিন নেপালের আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় কাউন্টিতে খেলতে আসবে।”
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৯৬ ম্যাচে ১২৫টি উইকেট নিয়েছেন এই নেপালি তারকা।