সবুজ গালিচায় ফুটবল ফিরেছে, বেশ অনেকদিনই হল। তবে স্টোডিয়ামে এখনও সুনসান নীরবতা! মাঠের প্রাণ দর্শক ছাড়াই যে চলছে খেলা। তবে এবার মাঠেও ফিরছে দর্শকরা। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোতেই স্টোডিয়ামের গ্যালারিতে দেখা যাবে দর্শকদের।
আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফা ইউরোতে নিজেদের মাটিতে ম্যাচে দর্শক ফেরানোর স্বিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশটির সরকার স্টেডিয়ামে ‘অল্প সংখ্যক’ দর্শকের প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। সেখানে প্রতি ম্যাচে অন্তত দশ হাজারেরও বেশি মানুষ গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টোডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানায় ডেনমার্কের সংস্কৃতি মন্ত্রণালয়। পরিস্থিতির বিবেচনায় পরবর্তীতে এই সংখ্যা বাড়ানো যেতে পারে বলেও জানিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়,
“সরকার পার্কেন স্টেডিয়ামে চারটি ম্যাচের জন্য কমপক্ষে ১১,০০০-১২,০০০ দর্শকদের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে, পরিস্থিতির উন্নতি হলে পার্কনে আরও বেশি দর্শক থাকতে পারে কিনা তাও আমরা পর্যবেক্ষণ করবো।”
২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা ইউরো। তবে বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। খেলা হবে ইউরোপের ১২টি দেশে। আয়োজক প্রত্যেকটি দেশকে মাঠে দর্শক ফেরাতে নিজেদের পরিকল্পনা ৭ই এপ্রিলের মধ্যে জমা দেওয়ার কথা বলেছে উয়েফা।
ডেনমার্ক ছাড়াও রাশিয়া এবং ইংল্যান্ডও ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের মাঠে দর্শক ফেরানোর কথা চিন্তা করছে। ব্রিটিশ সরকার ইতোমধ্যে জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে ইংল্যান্ডের মাঠগুলোতে স্টোডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে দর্শকরা। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টোডিয়ামে এবার ইউরোর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।