|| এই মাত্র পাওয়া ||
বা কনুইয়ের ইঞ্জুরীর কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলবেননা কেইন উইলিয়ামসন। সেই সাথে আইপিএলেও তাকে দেখা পাবার সম্ভাবনা এখন বেশ কম
কনুইয়ের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক উইলিয়ামসন। বাম কনুইয়ে ছোট একটি চিড় ধরা পড়েছে উইলিয়ামসনের। যা তাকে গত কয়েকদিন ধরেই বেশ ভোগাচ্ছে।
সম্পূর্ণ সেরে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগতে পারে তার। তবে আইপিএল খেলা নিয়ে সংশয় নেই তার। কিউই কোচ গ্যারি স্টেড বলেন, “যেকোনো ব্যাটসম্যানের সামনের কনুই ব্যাটিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ইনজুরিটা সারছিল না, তাই কিছু একটা করার প্রয়োজন ছিল। চলতি বছর কী পরিমাণ ব্যাটিং করেছে উইলিয়ামসন, দেখুন। হয়তো এ কারণেই ইনজুরির ঝুঁকিটা বেড়েছে।
উইলিয়ামসনের পরিবর্তে কে খেলবেন তা এখনো জানায়নি নিউজিল্যান্ড। তবে নেতৃত্ব উঠতে ট্ম লাথামের কাধে।