ঘরের মাঠে ইংল্যান্ড কে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের স্বাদ দিয়েছে ভারত। সিরিজ জুড়ে অক্ষর পাটেল, রিশাব পান্তদের সাথে পাল্লা দিয়ে পারফরম্যান্স করেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে সিরিজ জুড়ে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে প্রয়োজনীয় রানও করেছেন তিনি।
এই সিরিজে সবচেয়ে বেশি ৩২ টি উইকেট নেয়ার পাশাপাশি ৪ টেস্টে প্রায় ৩২ গড়ে অশ্বিনের রান ১৮৯। ফলে সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন অশ্বিন। আর এই সিরিজ সেরার পুরষ্কার জিতে অশ্বিন পিছনে ফেলেছেন আকরাম খান, শিব নারায়ন চন্দরপলদের। সেই সাথে অশ্বিন স্পর্শ করেছেন ইমরান খান রিচার্ড হ্যাডলি এবং শেন ওয়ার্নদের।
এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে সবমিলে ৮ বার ম্যান অফ দ্য সিরিজ হলেন অশ্বিন। সবচেয়ে বেশি ম্যান অফ দ্য সিরিজ দৌড়ে অশ্বিন টপকে গেলেন আকরাম খান এবং চন্দরপলকে। এই দুজন নিজেদের টেস্ট ক্যারিয়ারে মোট ৭ বার করে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন।
অশ্বিনের সমান ৮ বার করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। টেস্টে সবথেকে বেশি ১১ বার ম্যান অফ দ্য সিরিজ হওয়ার রেকর্ড গড়েছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাক ক্যালিস। তিনি টেস্টে মোট ৯ বার ম্যান অফ দ্য সিরিজ হবার কৃতীত্ব দেখিয়েছেন। অশ্বিনরা রয়েছেন যৌথভাবে তৃতীয় স্থানে। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৫ বার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন সাকিব আল হাসান।
অশ্বিনের পর ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যন অফ দ্য সিরিজ জিতেছেন শচীন টেন্ডুলকার।