আজ থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা, বিকেএসপির ৩ নাম্বার মাঠে রাজশাহী বিভাগের প্রথম দিনের প্রথম সেশনেই সাঞ্জামুল-তাইজুলদের স্পিন ঘূর্ণিতে মাত্র ৮২ রানেই অল আউট হয়ে গেছে বরিশাল বিভাগ।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল বিভাগের অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি। ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান সৈকত আলী, ২ রান করে মোহর শেখের বলে জুনায়েদ সিদ্দিকীর হাতে ক্যাচ দিয়ে ফিরেন সৈকত, ২ রান করা বরিশাল অধিনায়ক ফজলে রাব্বিকেও লেগ-বিফোরের ফাঁদে ফেলেন মোহর শেখ।
১০ রানে ২ উইকেট হারানো বরিশাল তৃতীয় উইকেট হ্যারায় ৩১ রানে, তবে এরপর মাত্র ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারানো বরিশাল ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেখান থেকে ৭ম উইকেটে ৩৪ রান যোগ করেন মঈন খান ও সামসুল ইসলাম।
১৮ রান করা মঈন খানকে ফেরানোর পর তানভির ইসলামকেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাঞ্জামুল ইসলাম, শেষ দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। বরিশাল বিভাগ মাত্র ৮২ রানেই গুটিয়ে যায়, দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন মঈন খান, এছাড়া আর মাত্র ৩ জন দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।
রাজশাহী বিভাগের হয়ে ৪ টি করে উইকেট নিয়েছেন সাঞ্জামুল ইসলাম ও তাইজুল ইসলাম, ২ উইকেট পেয়েছেন মোহর শেখ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বরিশাল বিভাগ ৮২/১০ (মঈন খান ১৮, সালমান ইসলাম ১৩, মঈনুল ইসলাম ১২, সোহাগ গাজী ১১, সাঞ্জামুল ইসলাম ৪/১৮, তাইজুল ইসলাম ৪/৩৯, মোহর শেখ ২/৭)।