ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড, শুরুটা ভালো না হলেও ডেভন কনওয়ের প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথেই আছে স্বাগতিকরা।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম, একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুটা মোটেও মন্দ ছিল না কিউইদের, উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৪৪ রান যোগ করেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস।
২১ বলে ২ চারে ১৮ রান করা হেনরি নিকোলসকে আউট করে দলে স্বস্তি ফেরান তাকসিন আহমেদ, ২৬ রান করে রুবেল হোসেনের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মার্টিন গাপটিল। পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৫১ রান।
ইঞ্জুরির কারণে প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি রস টেইলর, আজ ফিরে শুরুতে ভাগ্যের ছোঁয়া পেলেও তা কাজে লাগাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুস্তাফিজুর রহমানের হাতে জীবন পাওয়ার পর পরই ফিরেছেন টেইলর, তাসকিন আহমেদের বলে ফেরার আগে ৭ রান করেন টেইলর।
৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড, সেখান থেকে ৬৩ রান যোগ করেন অধিনায়ক টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। ১৭ রান করা ল্যাথামকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন সৌম্য সরকার, কিন্তু এরপর মিস ফিল্ডিংয়ের মহড়ায় টাইগার বোলারদের কোন সুযোগই দেয়নি কনওয়ে ও ডরয়াল মিচেল।
পঞ্চম উইকেটে দুজনে এরই মধ্যে শতাধিক রানের জুটি গড়েছেন, ফিফটি তুলে নিয়েছেন ডরয়াল মিচেল। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পেয়েছেন ডেভন কনওয়েও, দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে যাচ্ছে স্বাগতিকরা।