|| বাংলাদেশ ক্রিকেট ||
গত নভেম্বরে করোনা পজিটিভ হয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, সে সময় খেলা হয়নি ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। তবে কোন জটিলতা ছাড়াই বাড়িতে চিকিৎসা নিয়ে করোনা মুক্ত হন মুমিনুল, আবারও করোনা পজিটিভ হয়েছেন টাইগার এই অধিনায়ক।
আজ থেকে শুরু হয়েছে ২২তম জাতীয় ক্রিকেট লিগের খেলা, করোনা মহামারির সময়ে যে কোন সিরিজ বা টুর্নামেন্ট আয়োজনের পূর্ব শর্ত হচ্ছে জৈব সুরক্ষিত প্রটোকল নিশ্চিত করে ক্রিকেটার থেকে শুরু করে সংশ্লিষ্টদের বায়ো বাবলের প্রবেশ করানো। তারই অংশ হিসেবে এনসিএলের আগে সবার করোনা পরীক্ষা করানো হয়।
যেখানে পজিটিভ এসেছে চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হকের, যার ফলে এনসিএলের প্রথম রাউন্ডে রাজশাহীর বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তার। যদিও মনে করা হচ্ছে ‘ফলস’ রিপোর্টের শিকার হয়েছেন মুমিনুল, যার কারণে নিশ্চিত হতে আবারও নমুনা নেওয়া হয়েছে।
দ্বিতীয় দফায়ও পজিটিভ আসলে এনসিএলের প্রথম দুই রাউন্ডেই খেলা হবে না মুমিনুলের, সেক্ষেত্রে এপ্রিলে হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তবে করোনা নেগেটিভ আসলে রাজশাহীর বিপক্ষে খেলতে কোন সমস্যা নেই মুমিনুলের।