করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সব ধরনের ক্রিকেট, এরপর প্রটোকল মেনে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ক্রিকেট বিশ্ব। করোনা পরিস্থিতিও উন্নতির দিকে থাকায় মাঠের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কমে গেছিলো।
তবে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, ভারতের পরিস্থিতিও ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। যে কারণে স্থগিত হয়ে গেলো এ মাসেই ভারতের মাটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিপাক্ষিক সিরিজ।
ভারতের নয়ডায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের যুব পর্যায়ের একটি চারদিনের ও পাঁচটি ৫০ ওভারের ম্যাচ। তবে করোনা ভাইরাসের কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি মাঠে গড়াচ্ছে না, কবে সিরিজটি আবারও মাঠে গড়াবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
সিরিজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। তিনি বলেন, “আফগানিস্তান সিরিজের সূচি বর্তমান পরিস্থিতির কারণে আবারো করতে হবে। কবে করা হবে এবং কতদিনের সফর হবে এটা পরবর্তীতে জানিয়ে দিব।”
২০২০ সালে বিশ্বকাপ জয়ের পর করোনা ভাইরাসের কারণে একটিও ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই সেই অপেক্ষা দূর করার কথা ছিল যুবাদের। কিন্তু আবারও বাঁধ সাধলো করোনা, প্রস্তুতি নিয়েও খেলা হচ্ছে না সিরিজ।