চার দিনের ম্যাচের পর আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ইমার্জিং দল এবং আয়ারল্যান্ড। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে গেছে খেলাটি।
জানা গেছে রোহান প্রিটোরিয়াস নামের ৩০ বছর বয়সী এক আইরিশ অলরাউন্ডারের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ এসেছে। যিনি আজ ৪ ওভার বোলিং করে একটি উইকেটও শিকার করেছেন। ফলে স্থগিত করা হয়েছে সিরিজের প্রথম একদিনের ম্যাচটি।
আজ করোনা পরিক্ষা হবে সবার। ফলাফল নেগেটিভ আসলে পুনরায় আগামী কাল মাঠে গড়াবে আজকের ম্যাচটি। অন্যথায় ভিন্ন ব্যবস্থা নিবে বিসিবি। যদিও জানা গেছে যেকোন মূল্যে খেলা চালিয়ে যেতে চায় আইরিশরা।
আজ সকালে টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড উলভস। টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হারের পর আজ শুরুটা দারুণ করেছিল আয়ারল্যান্ড। ৩২ রান বাংলাদেশের ৩ উইকেট ফেলে ম্যাচের লাগাম টেনে ধরেছিল তারা।
৩০ ওভারে ১২২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ যখন একটু একটু করে খেলায় নিয়ন্ত্রণ নিচ্ছিলো তখনই বন্ধ হয়ে যায় খেলা। ফলে হুমকির মুখে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর।