এবার করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর করোনা আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিজেই। বর্তমান নিজ বাসাতেই আইসলেশনে আছেন তিনি।
এক টুইট বার্তায় পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান লিখেছেন, “প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।” দুই দিন আগে (বুধবার) কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেলিনে ইমরান। তাঁর পরেও নিয়মিত স্বস্থ্য পরিক্ষায় তাঁর করোনা পজেটিভ ধরা পড়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডনে’র জানিয়েছে, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই করোনা আক্রান্ত হতে পারেন তিনি।
১৯৯২ সালে ইমরান খানের অধিনায়কত্বে ভর করেই একমাত্র বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায় পাকিস্তান। মাঠের খেলার পর্ব শেষে রাজনীতিতে যোগ দেন ইমরান। প্রতিষ্ঠা করেন তেহরিক ই ইনসাফ নামে রাজনৈতিক দল। এবং ২০১৮ সালের ২৫ জুলাই পাকিস্তানের ১১ তম জাতীয় পরিষদ নির্বাচনে তার দল আসন সংখ্যার বিচারে সর্ববৃহৎ দলে পরিণত হয়। তিনি ২০১৮ সালের নির্বাচনে জয় লাভ করে ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।