বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয় অঞ্চলে গ্রুপ ডি’ এর নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে শুরুতে গোল করেও আত্মঘাতী গোলে পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাজাখস্তানের বিপক্ষে শুরুতে গোল পেয়ে বিরতির আগে আত্মঘাতী গোল হয়। তবে এবার নিজেরা নয়, প্রতিপক্ষের আত্মঘাতী গোলেই জয় নিয়ে বাড়ি ফিরেছে ফরাসিরা।
প্রতিপক্ষের মাঠে রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। উসমান দেম্বেলে তাদের এগিয়ে নেওয়ার পর স্বাগতিকদের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
ফলাফল দেখে ফ্রান্সের বড় দেখা গেলেও এদিন প্রতিপক্ষের মাঠে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে দিদিয়ের দেশমের দলকে। বরং, ঘরের মাঠে শুরু থেকেই বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নেয় স্বাগতিক কাজাখস্তান। আক্রমণ আর প্রতি আক্রমণের ম্যাচে ফ্রান্সের প্রথম গোল করতে সময় লাগে ১৯ মিনিট। বাঁ প্রান্ত দিয়ে অ্যান্টানিও মার্শালের বাড়ানো বল থেকে জাল খুজে নেন উসমান দেম্বেলে। গোল খেয়ে রক্ষণাত্মক ফুটবল খেলা শুরু করে স্বাগতিকরা।
বিরতির আগে কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে শেরি মালির বলা পাঠালে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা।
বিরতি থেকে ফিরে একেবারেই ঢিলেঢালা শুরু করে ফ্রান্স। কাজাখস্তানও সুযোগ বুঝে ফরাসিদের ডিফেন্সে আক্রমণ করার চেষ্টা করে। তবে আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় গোল করতে পারেনি স্বাগতিকরা।
৭৪তম মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারত ফ্রান্স। মার্শালের বদলি নামা কিলিয়ান এমবাপ্পে প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে গোল করতে পারেননি পিএসজি তারকা। বাকি সময় আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরে ফরাসিরা।
এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’এর শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বসনিয়া ও হার্জেগোভিনা। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলবে ফ্রান্স।