ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গত ১৮ই মার্চ ২৩ সদস্যের স্কোয়াড নিয়ে নেপালের কাঠমান্ডুতে পৌছায় বাংলাদেশ। দলের বাকি দুই সদস্য জামাল ভূঁইয়া ও রহমত মিয়ার আজ যাওয়ার কথা থাকলেও করোনা পজিটিভ হওয়ার কারণে নেপালে যাওয়া হয়নি ডিফেন্ডার রহমত মিয়ার। তবে কলকাতা মোহামেডানের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ জাতীয় দলের সাথে আজ যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া।
আগামীকাল (মঙ্গলবার) কীরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জেমি ডে। যেখানে বাদ পড়েছেন শুধু মাত্র স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল। অধিনায়কের আর্ম ব্যান্ড বাহুতে বাধবেন মিডফিল্ডার সোহেল রানা।
চলুন দেখে নেওয়া যাক ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াডঃ
গোলকিপারঃ
আনিসুর রহমান জিকো
আশরাফুল ইসলাম রানা
শহীদুল আলম সোহেল
ডিফেন্ডারঃ
বিশ্বনাথ ঘোষ
টুটুল হাসান বাদশা
রিয়াদুল ইসলাম রাফি
হাবিবুর রহমান সোহাগ
ইয়াসিন আরাফাত
মেহেদি হাসান মিঠু
মোঃ ইমন
রিমন হোসাইন
মিডফিল্ডারঃ
জামাল ভূঁইয়া
মাশুক মিয়া জনি
বিপলু আহমেদ
সোহেল রানা
মানিক হোসেন মোল্লা
মোঃ আব্দুল্লাহ
ফরোয়ার্ডঃ
মাহবুবুর রহমান সুফিল
রাকিব হোসেন
সুমন রেজা
সাদ উদ্দিন
মতিন মিয়া
মোঃ মেহেদি হাসান রয়েল