গত আসর ঠিক যেখানে শেষ করেছিল এবার ঠিক সেখান থেকেই শুরু করলো বসুন্ধরা কিংস নারী ফুটবল দল। চতুর্থ বাংলাদেশ নারী ফুটবল লিগের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে নিয়ে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ছেলে খেলা করেছে সাবিনা, শিউলি, কৃষ্ণারা।
ম্যাচের প্রথমার্ধে ৫-০ তে এগিয়ে ছিল বসুন্ধরা। শুরুর ৬ মিনিটে দুই গোলে এগিয়ে যায় কিংস। দুই মিনিটে কৃষ্ণা রানী সরকার ও ৬ মিনিটে শিউলি খাতুন গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রানী সরকার। ৩১ মিনিটে কিংসকে ৪-০ তে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা আক্তার। বিরতিতে যাওয়ার আগেই নিজের দ্বিতীয় গোল পূরণ করেন শিউলি খাতুন।
বিরতি থেকে ফিরেই ৪৮ মিনিটের মাথায় সদ্যপুস্করনীর হয়ে এক গোল পরিশোধ করেন তোনিমা বিশ্বাস। এরপর শুরু হয় বসুন্ধরা কিংসের ছেলে খেলা। ম্যাচের ৫০ মিনিটেই নিজের হ্যাট্রিক পূরণ করেন কৃষ্ণা রানী সরকার। এরপর একে একে ৫৩, ৬৩, ৮২ ও ৮৯ মিনিটে গোল করে নিজের সপ্তম গোল পূরণ করেন এই স্ট্রাইকার।
মাঝে ৫৮ মিনিটে এক গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেছেন শিউলি খাতুন। এছাড়াও ৮৭ মিনিটেও নিজের চতুর্থ গোল পেয়েছেন তিনি।
দলের হয়ে ৭৪ ও ৭৯ মিনিটে বাকি দুইটি গোল করেন স্বপ্না আক্তার।
কৃষ্ণা রানী সরকার এর আগেও সাত গোল স্পর্শ করেছিলেন। ২০১৫ সালে জেএফএ-অনূর্ধ্ব-১৪ টাঙ্গাইল জেলা দলের হয়ে করেছিলেন নয় গোল।