ধানমন্ডির সাকিব আল হাসানের নিজের রেস্টুরেন্ট ‘সাকিবস ৭৫’-এ ভক্তরা কেক কেটে উদযাপন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৪তম জন্মদিন। তবে এবার ব্যস্ততার কারণে উপস্থিত ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
একদিন আগেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আইপিএল খেলতে শীঘ্রই দেশ ছাড়ার কথা রয়েছে তার৷ আজ (২৪ মার্চ) মিরপুরে ব্যাটিং বোলিংয়ে অনুশীলন করেছেন সাকিব। মূলত আইপিএলে খেলতে যাওয়ার তাড়া থাকার কারণেই ভক্তদের সাথে জন্মদিনের শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে পারেননি বাংলার পোস্টার বয়।
মধ্যমণি সাকিব আল হাসানকে না পাওয়া গেলেও ভক্তদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের বিন্দু মাত্র কমতি ছিল না। ফেসবুক গ্রুপ SAH 75 fans গ্রুপ কতৃক আয়োজিত এই বার্থডে পার্টিতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাকিব আল হাসানের অগণিত ভক্ত সমর্থকরা।
With The Shakib All The Way স্লোগান নিয়ে সাকিবের এই কঠিন সময়ে সবাইকে পাশে থাকার অনুরোধ করেছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম। তিনি বার্তা দিয়েছেন যারা সাকিবের ফ্যান নয় তাদের জন্যও।
ডেইলিস্পোর্টসবিডিকে তিনি বলেন, “আসলে সাকিবের ফ্যান না এমন কেউ নাই। আসল কথা হচ্ছে আমার মনে হয় সবাই সাকিবের ফ্যান। সাকিবের ফ্যান না হয়ে কেউ কি থাকতে পারে। বাংলাদেশ ক্রিকেটের এত বড় স্টার। তার ফ্যান কেউ হবে না এটা আসলে হয় না। যেটা হয় আসলে অনেকেই একটু জেলাসি ফিল করে। এখন সবার উচিত সকল জেলাসি ভুলে সাকিবের পাশে থাকা।”
সাকিব আল হাসানকে সদা সর্বসময় সমর্থন জোগানের অঙ্গিকার নিয়ে পার্টিতে মিলিত হয়েছিলেন আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম রাশেদ, বাপ্পি, শাকিল সহ গ্রুপটির আরও প্রায় শতাধিক মেম্বার। উপস্থিত ছিলেন বিসিএসএ টাইগার্স গ্রুপের সভাপতি জনাব জুনায়েদ পাইকার। এছাড়াও উপস্থিত ছিলেন ‘১৬ কোটি মানুষের প্রাণ সাকিব আল’ হাসান গ্রুপের অ্যাডমিন জনাম সাহাবুব আহমেদ এবং ‘ক্রিকেটখোর’ গ্রুপের সভাপতি একেএম কাউসার।