করোনার প্রভাব কাটিয়ে উঠতে ব্যস্ত সময় পার করতে হবে ক্রিকেটারদের, মাঠের বাহিরে ব্যস্ত সময় কাটবে বোর্ড কর্তাদের। আন্তর্জাতিক ক্রিকেটের টানা শিডিউলের মধ্যে মাঠে আবারও স্বাভাবিক করতে হবে ঘরোয়া ক্রিকেট, তারই অংশ হিসেবে একটা খসড়া সূচিও প্রস্তুত করে ফেলেছে বিসিবি।
আগামী ২২ মার্চ জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরবে ২০২১ সালের ঘরোয়া ক্রিকেট, একই বছরের অক্টোবরে আরও একটা জাতীয় লিগ মাঠে গড়াবে। টুর্নামেন্টের ২৩ তম আসরও হবে এবছরই, ২০২১ সালের ঘরোয়া ক্রিকেটের সূচিতে আছে স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগও।
গত বছর স্থগিত হয়ে যাওয়া ডিপিএল মাঠে গড়াতে পারে এবছরের মে-জুনে, এর জন্য ৩টা সময়ও বাছাই করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সূচি চূড়ান্ত হবে গত বছর স্থগিত হয়ে যাওয়া এশিয়া কাপের উপরে, জুনে এই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা আছে।
অক্টোবরে এনসিএলের ২৩ তম আসরের পরপরই মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। বিসিবির সম্ভাব্য সূচি অনুযায়ী ডিসেম্বরে মাঠে গড়াবে এটি, আর তা হলে এবছরও বিপিএল মাঠে গড়াবে না। কারণ বিসিবির খসড়া সূচিতে ২০২১ সালে নেই বিপিএলের স্লট।
বিসিবির এই সূচি ঠিকঠাক থাকলে ২০২০ এর পর ২০২১ সালেও মাঠে গড়াবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ম আসর, তবে বোর্ডের সম্ভাব্য সূচি অনুযায়ী ২০২২ সালের জানুয়ারিতে আবারও মাঠে ফিরবে দেশের একমাত্র টি-টুয়েন্টি লিগটি। বিসিবির পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের ১৪ জানুয়ারি শুরু হবে বিপিএল, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন ধরেই ২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার কাজ করে যাচ্ছে।