বাংলাদেশের ক্রিকেটে পরিচিত নাম তাতেন্দা তাইবু, ক্রিকেটার পরিচয় নামের পাশ থেকে অতীত হয়ে গেছে অনেকদিন আগেই। তবে আবারও বাংলাদেশে আসছেন তিনি, তবে এবার কোচ হিসেবে; দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের।
খুব অল্প বয়সেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন তাতেন্দা তাইবু, ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি লম্বা না হলেও জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। খেলেছেন আইপিএলেও, কলকাতা নাইট রাইডার্সে ছিলেন তাইবু; তবে ধর্মীয় টানে দ্রুতই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ক্রিকেটার হিসেবে আগেই বাংলাদেশে এসেছেন তাতেন্দা তাইবু, এবার আসছেন ভিন্ন পরিচয়ে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে খসড়া চুক্তিও সম্পন্ন হয়েছে, আনুসাঙ্গিক বিষয় গুলো মিটে গেলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তাইবুকে নিয়োগ দেওয়া হলেও আপাতত ১ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বিকেএসপি, যদি তার কাজে সন্তুষ্ট হয় তাহলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে আভাস পাওয়া গেছে।
মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তাতেন্দা তাইবুর, ২০ বছর বয়সেই পেয়ে যান জিম্বাবুয়ের অধিনায়কত্ব। সে সময় ওইটাই ছিল সবচেয়ে কম বয়সে টেস্ট অধিনায়ক হওয়ার রেকর্ড, জিম্বাবুয়ের হয়ে ১৫০ ওয়ানডে, ২৮ টেস্ট ও ১৩ টি-টুয়েন্টি খেলেছেন তাইবু।