ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। দীর্ঘ সময় ধরে নিজের সেরা ছন্দে নেই ভারতীয় কাপ্তান। সেঞ্চুরিকে হাতের মোয়া বানিয়ে ফেলা কোহলি, ৩৭ ইনিংস আগে শেষবার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছিলেন।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুবার রানের খাতাই খুলতে পারেননি সময়ের সেরা ব্যাটসম্যান। ফরম্যাট পরিবর্তন হলেও রান খরা কাটেনি কোহলি। আহমেদাবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আরও একবার ০ রানে আউট হয়েছে ভারতীয় অধিনায়ক। ৪৭৫ ইনিংসের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি।
এমন বাজে ব্যাটিং পারফর্মেন্সের জন্য যখন একের পর এক প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন ভারত অধিনায়ক, তখন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বিশ্বাস করেন শীঘ্রই রানে ফিরবেন বিরাট কোহলি। সেই সাথে তারকা ব্যাটসম্যানকে কিছু পরামর্শও দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ দলপতি বলেন, “তাকে এমন চরিত্রের মনে হয় না যে খুব উদ্বিগ্ন হবে (তার বাজে ফর্ম নিয়ে)। আমার পরামর্শ হলো, নিজেকে আরও বেশি সুযোগ দেওয়া।
তাঁর (কোহলি) বড় স্কোর অর্জন ভারতের জন্য বেশ কার্যকর ভূমিকা রাখবে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে সহায়ক হবে। কোহলি যদি আরেকটু স্বার্থপর হয়, তাহলে সে দলকে আরও ভালো সেবা দিতে পারবে।”
মাইকেল ভন আরও বলেন, “শুরুর বল গুলোতে আরও একটু বেশি স্বার্থপর হয়ে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে ১০ বল সময় দেওয়া উচিৎ তাঁর। এমনকি সে যদি ৩/৪ বল ছেড়েও দেয়, আপনি জানেন দুটি বাউন্ডারি আদায়ে সে তার কক্ষপথেই থাকবে।”