স্বীকৃত টি-টোয়েন্টিতে বিরাট কোহলির পর মাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রোহিত শর্মা। বৃহস্পতিবার আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েছেন ভারতীয় ওপেনার।
বিশ্ব ক্রিকেটে মাত্র নবম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা। অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় তিন নাম্বারে রয়েছে ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় তারকা ওপেনার, যেখানে ১১০ ম্যাচে ৩২.৪১ গড়ে তার রান ২৮০০।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বসাকুল্যে ৩৪২ ম্যাচে ১৩৩.৬৬ স্ট্রাইক রেটে ৯০০১ রান করেছেন রোহিত। যেখানে ৬৩টি ফিফটির পাশাপাশি ৬টি সেঞ্চুরি রয়েছে তার।
আহমেদাবাদে অবশ্য ব্যাট হাতে আজ জ্বলে উঠতে পারেননি রোহিত শর্মা। মাত্র ১২ রান করে জোফরা আর্চারকে ফিরতি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।