অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা, হাতে আছে এখনও ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৫ রান।
১০৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল শ্রীলঙ্কা। শুরুতেই অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট হারালেও, দ্বিতীয় উইকেট পার্টনারশিপে লাহিরু থিরিমান্নে এবং ওশাদা ফার্নান্দো মিলে ১৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
কিন্তু এরপর মাত্র ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। দলীয় ১৭০ রানে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রানে দূরে থেকে প্যাভিলিয়নে ফিরেন ওশাদা ফার্নান্দো। কাইল মায়ার্সের বলে উইকেটের পিছনে জশুয়া ডি সিলভার হাতে ধরা পড়ার আগে ১৪৯ বলে ৯১ রান আসে তার ব্যাট থেকে, যেখানে ছিল ১১টি চারের মার।
এরপর মায়ার্সের দ্বিতীয় শিকার হয়ে ৪ রান করা দিনেশ চান্দিমালও দ্রুত ফিরে যান। দলীয় ১৮৯ রানে ২০১ বলে ৪ চারে ৭৬ রান করে কেমার রোচের বলে বোল্ড হন লাহিরু থিরিমান্নে। তবে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন ধনঞ্জয় ডি সিলভা জুনিয়র এবং পাথুম নিসসানকা।
এই দুজনের ১৩৫ বলের ৬৬* রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপে তৃতীয় দিনে ভালো অবস্থানে থেকেই দিন শেষ করেছে শ্রীলঙ্কা। সমান ৭৪ বলে ধনঞ্জয় ৪৬* এবং নিসসানকা ২১* রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম ইনিংসে জেসন হোল্ডারের অগ্নিঝরা বোলিংয়ে মাত্র ১৬৯ রানে গুটিয়ে গেছিলো শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে ২৭১ রানের পুঁজি গড়েছিল স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে সুরাঙ্গা লাকমাল নিয়েছিলেন ৫ উইকেট।