১ এপ্রিল থেকে বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও আজ থেকেই শুরু হচ্ছে ক্রিকেটের ইভেন্টটি। অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের আলাদা ৩ টি দল। উদ্বোধনের আগেই শুরু হচ্ছে বাংলাদেশ গেমসের ৯ম আসর, ৩১টি ডিসিপ্লিনে ৫ হাজার ৩৩১ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন দেশের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে।
বাংলাদেশ গেমসের জন্য আগেই ৩ টি আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ লাল, বাংলাদেশ নীল ও বাংলাদেশ সবুজ নামের তিন দলে অংশ নেবেন জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটাররা। মেয়েদের এই ক্রিকেট লড়াইয়ের শুরুর দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ লাল দল ও বাংলাদেশ সবুজ দল।
খেলা হবে ৫০ ওভারের ফর্মেটে, আজ থেকে শুরু হয়ে বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্ট চলবে ১২ মার্চ পর্যন্ত। ৮ মার্চ নীল দল নামবে সবুজ দলের বিপক্ষে, লাল দল বনাম সবুজ দলের ম্যাচ ১০ মার্চ সিঙ্গেল লিগের এই টুর্নামেন্টে সেরা দুই দল লড়বে ফাইনালে লড়বে ১২ মার্চ।
বাংলাদেশ গেমসে ৩ দলের ঘোষিত স্কোয়াডঃ
বাংলাদেশ লাল দলঃ
শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা, রাবেয়া হায়দার ঝিলিক, লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, সুরাইয়া আজমি, লাবনি আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, জিন্নাত অর্থি, সাবাকুম নাহার চৈতি, লেকি চাকমা, রাবেয়া খাতুন, মর্জিনা আক্তার মিম।
বাংলাদেশ নীল দলঃ
জাহানারা আলম, সালমা খাতুন, ফারজানা হক, একা মল্লিক, শামিমা সুলতানা, ইশমা তানজিম, মুর্শিদা খাতুন, সোবহানা মোসতারি, মুমতাহেনা হাসনাত, রাবেয়া, ফারিয়া ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী,, স্বর্ণা আক্তার, রেয়া আক্তার, উন্নতি আক্তার।
বাংলাদেশ সবুজ দলঃ
শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, টুম্পা খাতুন, রুমানা আহমেদ, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, সুমাইয়া আক্তার, পান্না ঘোষ, সানজিদা আক্তার মেঘলা, সানদিহা ইসলাম আশা, মিস্টি রানি সাহা, জান্নাতুল মাওয়া, দিশা বিশ্বাস. দিলারা আক্তার, মারুফা আক্তার।