ওয়ানডের সিরিজে পর নিউজিল্যান্ডের কাছে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। অকল্যান্ডের ইডেন পার্কে টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছে টাইগাররা, ম্যাচ শুরু দুপুর ১২ টায়।
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নুন্যতম লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ, হেরেছে ৬৬ রানের বড় ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হারলেও একটা সময় জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা, এই ম্যাচে সৌম্যের বিধ্বংসী ব্যাটিংয়ে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
দ্বিতীয় ম্যাচ থেকে ইতিবাচক দিক বিবেচনা করে দলের উন্নতি নিয়ে খুশি বলে জানিয়েছেন রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, “১০ ওভার শেষে ১০০ রান, আমি মনে করি খুবই ভালো শুরু। আগের ম্যাচে আমাদের উন্নতি নিয়ে আমরা খুশি। অবশ্যই ভালোভাবে শেষ করতে পারিনি। কিন্তু আমাদের জন্য কিছু ইতিবাচক দিক আছে।”
নিজেদের ধারাবাহিকতার অভাবকে উল্লেখ করে রাসেল ডোমিঙ্গো বলেন, “সফরের জন্য নিউজিল্যান্ড কঠিন জায়গা এবং এখানে আমাদের রেকর্ড মোটেও ভালো নয়। আমরা কি করতে পারি তার প্রমাণ দেখিয়েছি। কিন্তু আমরা ধারাবাহিক নই। আশা করি আমরা পরের ম্যাচে পুরো ৪০ ওভার ধারাবাহিক হতে পারবো।”
তিনি আরও বলেন, “আপনার যদি পাঁচটি ওভার খারাপ হয়, তবে তারা আপনার উপর চাপ সৃষ্টি করবে এবং আপনাকে লড়াই থেকে ছিটকে দিবে। আশা করি, আমরা ভালো পারফরমেন্স করতে পারবো।”