আগামীকাল রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাদেরই ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটনে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে নামবে রিয়াল মাদ্রিদ। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিয়েগো সিমেওনির দলের বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদের ২৩ সদস্যের স্কোয়াডে নাম আছে করিম বেনজেমার। সবকিছু ঠিকঠাক থাকলে মাদ্রিদ ডার্বিতে মাঠেও দেখা যেতে পারে ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে।
গুরুত্বপূর্ণ ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে করিম বেনজেমার প্রসঙ্গে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। এদিন করিম বেনজেমা লস ব্লাংকোসদের বর্তমান সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার বলে দাবী করেন রিয়াল কোচ। জিনেদিন জিদান বলেন, “করিম আমাদের সাথে যাচ্ছে। সে কেমন তা আমরা জানি। শুধু গোল করার জন্যই নয়, আমাদের কৌশলের জন্যও তার থাকাটা গুরুত্বপূর্ণ।”
করিম বেনজেমার খেলা দেখাও জিদানের কাছে আনন্দের। ফুটবল দেখতে পছন্দ করে এমন মানুষদের জন্য বেনজেমা আনন্দের বলে জানান রিয়াল মাদ্রিদ কোচ। “সে মাঠে যা করে … ফুটবল পছন্দ করে এমন মানুষদের জন্য সে আনন্দের তাকে দলে রাখা কোচ হিসাবে একটি আনন্দের বিষয়।
বেনজেমা এখানে ১০ বছর ধরে খেলছেন এবং অনেক উন্নতি করেছে। সে আমাদের জন্য, আমাদের দলের জন্য স্পেশাল। শুধু মাদ্রিদ নয়, সমস্ত ফুটবল অনুরাগীদের জন্য বিশেষ খেলোয়াড়।”
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সর্বাধিক গোলের যোগানদাতা করিম বেনজেমা। সবমিলিয়ে এই মৌসুমে ফরাসি ফরোয়ার্ড ২৮ ম্যাচে গোল করেছেন ১৭টি। স্প্যানিশ লা লিগায় ২১ ম্যাচে নিজে ১২ গোল করে সতীর্থদের দিয়েও করিয়েছেন আরও ৫টি।