আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই দল ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে এখনও কোনও পয়েন্ট পায়নি। তবুও পূর্বনির্ধারিত যে দুটি ম্যাচ শ্রীলংকার বিপক্ষে খেলার কথা ছিল সেই টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে মুমিনুল হকের দল। এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে শ্রীলংকা। আজ (রবিবার) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
শ্রীলংকার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজের ভেন্যু প্রায় নিশ্চিত প্রাথমিকভাবে এই দুই টেস্টের ভেন্যু হিসেবে কলম্বো কেই নির্ধারণ করা হয়েছে।
নিজামউদ্দিন বলেন, “দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।”
টেস্ট সিরিজ শেষে বাংলাদেশে ফিরবে টাইগাররা। মাঝে ১৫ দিনের একটা বিরতি পাবে বাংলাদেশ, এবং এই বিরতি শেষেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হবে বাংলাদেশের।
নিজামউদ্দিন আরও বলে, “টেস্ট খেলার পরে যে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ খেলার কথা, সেটির জন্য ২০ মে’র দিকে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে, ঈদের পরে যত দ্রুত সম্ভব।”