নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন মেনে চলার ফল পেলো বাংলাদেশ দল, এখন পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কুইন্সটাউনে যাচ্ছে টাইগাররা। দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে চতুর্থ দফায়ও করোনা নেগেটিভ এসেছে সবার, আগামীকাল ক্রাইস্টচার্চ ছেড়ে যাবে ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডে পৌঁছেই প্রথম দফায় সফরে যাওয়া প্রতিটা ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। যে পরীক্ষায় সবাই নেগেটিভ হয়ে শুরু করে কোয়ারেন্টাইন পর্ব, এরপর পরের দুইবারও করোনা নেগেটিভ আসে ক্রিকেটার থেকে শুরু করে কোচিং ও সাপোর্ট স্টাফ সবার।
কোয়ারেন্টাইন ভালোভাবে মেনে চলা ও তৃতীয় বার করোনা নেগেটিভ আসার পরই জিম ও অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশ ক্রিকেট দল, তবে আজ চতুর্থ বারের মতো করোনা নেগেটিভ আসার আগ পর্যন্ত ছিল বেশকিছু বাধ্যবাধকতা। কিন্তু আগামীকাল থেকে একেবারেই মুক্ত বাংলাদেশ দল, যাবেন অনুশীলন ক্যাম্পের ভেন্যু কুইন্সটাউনে।
কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মুক্ত হওয়া টাইগাররা আগামীকাল ক্রাইস্টচার্চ ছাড়বেন, সন্ধ্যায় একটা ফ্লাইটে তারা কুইন্সটাউনে যাবেন। যেখানে হবে বাংলাদেশ দলের ১ সপ্তাহের অনুশীলন ক্যাম্প, এরপর ২০ মার্চ থেকে শুরু হবে মাঠের লড়াই।