নেপালে ত্রি-দেশীয় টুর্নামেন্টের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।
আগামী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ ও কীরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করবে।
ইঞ্জুরির কারণে দলে নেই বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন ও আবাহনী লিমিটেড ঢাকার স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। তবে দল থেকে বাদ পড়েছেন ইয়াসিন খান, আতিকুর রহমান ফাহাদ, মামুনুল ইসলাম, রায়হান হাসান, তৌহিদুল আলম সবুজ, বাবলু, রবিউল হাসান, ইব্রাহিম, পাপ্পু হোসাইন।
প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। তাদের মধ্যে তিন জনই মুক্তিযোদ্ধার। তারা হলেনঃ ডিফেন্ডার ইমন ও মেহেদি হাসান এবং ফরোয়ার্ড মেহেদি হাসান রয়েল। এছাড়া বাকি দুইজন হলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেইন।
২৪ সদসের স্কোয়াডঃ
গোলকিপারঃ
আনিসুর রহমান জিকো
আশরাফুল ইসলাম রানা
শহীদুক আলম সোহেল
ডিফেন্ডারঃ
বিশ্বনাথ ঘোষ
রহমত মিয়া
রিয়াদুল ইসলাম রাফি
মানিক হোসেন মোল্লা
ইয়াসিন আরাফাত
মেহেদি হাসান
মোঃ ইমন
রিমন হোসাইন
টুটুল হাসান বাদশা
মিডফিল্ডারঃ
জামাল ভূঁইয়া
মাশুক মিয়া জনি
বিপলু আহমেদ
সোহেল রানা
রাকিব হোসেন
হাবিবুর রহমান সোহাগ
ফরোয়ার্ডঃ
মাহবুবুর রহমান সুফিল
মোঃ আব্দুল্লাহ
সুমন রেজা
সাদ উদ্দিন
মতিন মিয়া
মোঃ মেহেদি হাসান
আগামী ১৩ তারিখে ফুটবলাররা কোভিড টেস্ট করে ১৪ তারিখ থেকে অনুশীলন শুরু করবে এবং ১৮ বা ১৯ মার্চ নেপালের উদ্দেশ্যে রওনা হবে।