মারা গেছেন লিভারপুল ও স্কটল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ইয়ান সেইন্ট জন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেইন্ট জন। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়।
নিজদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ইংলিশ ক্লাব লিভারপুলও কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। বিবৃতিতে অলরেডরা জানায়,
“একজন সত্যিকারের আনফিল্ড কিংবদন্তি, ইয়ান সেইন্ট জনকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”
তারা আরও জানায়,
“লিভারপুল ক্লাবের প্রত্যেক সসদ্য এই কঠিন সময়ে ইয়ান পরিবার এবং বন্ধুদের সাথে রয়েছে। শান্তিতে বিশ্রাম নিন, ইয়ান সেন্ট জন ১৯৩৮-২০২১।”
১৯৬১ সালে জন্মভূমির দল মাদারওয়েল থেকে রেকর্ড সাড়ে ৩৭ হাজার পাউন্ডে লিভারপুলে যোগ দেন জন। অ্যানফিল্ডের দলটির হয়ে এক দশকে ৪২৫ ম্যাচে ১১৮ গোল করেন তিনি।

অলরেডদের হয়ে দুইবার ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতার শিরোপা জেতেন জন। তার ব্যবধান গড়ে দেওয়া গোলেই ১৯৬৫ সালে নিজেদের প্রথম এফএ কাপ শিরোপা জিতেছিল লিভারপুল।
জাতীয় দল স্কটল্যান্ডের হয়ে ২১ ম্যাচ খেলা জন পরে কোচিং করিয়েছেন মাদারওয়েল ও ইংল্যান্ডের দল পোর্টসমাউথের।
বুটজোড়া তুলে নেওয়ার পরও ফুটবলের সাথে নিবিড় সম্পর্ক ছিল সেইন্ট জনের। টিভিতে ফুটবল বিশ্লেষক হিসেবে সফল ক্যারিয়ার পার করেন তিনি। ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার জিমি গ্রিভসের সঙ্গে ‘সেইন্ট অ্যান্ড গ্রিভস’ শোর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন জন। যে শো চলেছিল ১৯৯২ সাল পর্যন্ত।