নাকের ডগায় ঝুলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক গেমস। বাকি মাত্র কয়েক মাস। অলিম্পিকের এবারের আসর বসছে জাপানের টোকিওতে। অথচ কদিন আগেই করোনা মহামারির কারণে এই অলিম্পিকি গেমস হওয়া নিয়েই জেগেছিল শঙ্কা। অবশেষে কাটতে চলেছে অলিম্পিক নিয়ে সকল দোলাচল। প্রস্তুতি চলছে শেষ মুহুর্তের।
বিশ্বের সকল ক্রীড়াবিদকে নিয়ে নিরাপদ ও সুরক্ষিত অলিম্পিক উপহার দিতে বদ্ধপরিকর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সেই লক্ষ্যে সকল প্রতিযোগিদের কোভিড ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। চীনের বানানো ভ্যাকসিনই কিনতে চলেছে অলিম্পিক কমিটি। ঠিক এক বছর আগেই চীনের উহান প্রদেশ থকে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছিল মহামারি করোনা ভাইরাস।
ভ্যাকসিনের ব্যাপারটি নিয়ে আইওসি প্রধান বাখ বলেন, “অ্যাথলেটদের জন্য চীন থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে। টোকিও অলিম্পিক, বেজিংয়ের শীতকালীন অলিম্পিকের সময়ও চীনের অলিম্পিক কমিটি করোনার টিকার অতিরিক্ত ডোজ সরবরাহ করবে বলে আমাদের কথা দিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক ও প্যারালিম্পিকের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ভ্যাকসিনের টাকা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকেই দেওয়া হবে।”
জুলাইয়ের ২৩ তারিখ থেকে শুরু হয়ে অলিম্পিক গেমস চলবে আগষ্টের ৮ তারিখ পর্যন্ত।