ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বিরাট কোহলি এবং তাঁর দলের। টি-টোয়েন্টি ম্যাচের এক ইনিংসের জন্য আইসিসি থেকে যে সময় বেঁধে দেয়া হয়েছে সেই সময়ে খেলা শেষ করতে পারেনি ভারত। যার ফলে করা হয়েছে এই জরিমানা।
নির্দিষ্ট সময়ে এক ওভার কম বল করায় ভারতীয় দলের সকল খেলোয়াড়ের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে ম্যাচটির ভারতীয় ম্যাচ রেফারা শ্রীনাথ। ম্যাচ রেফারির দেয়া শাস্তি মেনে নেয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়।
জরিমানা খেলেও এদিন ম্যাচ জিতেছে ভারত। ২য় ম্যাচে জিতে সিরিজে ১-১ এ সমতা এনেছে স্বাগতিকরা। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ ম্যচ সিরিজের ৩য় টিতে মাঠে নামবে ভারত এবং ইংল্যান্ড।