লিওনেল মেসি মানেই রেকর্ডয়ের অন্য এক নাম। তিনি মাঠে নামবেন আর রেকর্ড হবে না এটা এখন মেনে নেওয়া কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সেই ২০০৪ সাল থেকে কাতালানদের জার্সি গায়ে নিজের ক্যারিয়ার শুরু করা লিওনেল মেসি ২০২১-এ এসে করলেন অনন্য এক রেকর্ড।
যে রেকর্ড বার্সেলোনার জার্সি গায়ে অন্য কেউ এখনও করতে পারেনি। বিরল এই রেকর্ডটি এত দিন বার্সেলোনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের দখলে ছিল, রেকর্ডটি মেসি আজ নিজের একা করে নিলেন।
গেল হুয়েস্কার বিপক্ষে খেলে ৭৬৭ ম্যাচ নিয়ে জাভির পাশে বসেছিল মেসি। তবে রাতে লা লিগাগ রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে মাঠে নামার সাথে সাথে রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
বার্সেলোনার ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা পাঁচজন ফুটবলার হলেন যথাক্রমেঃ লিওনেল মেসি(৭৬৮), জাভি হার্নান্দেজ (৭৬৭), আন্দ্রেস ইনিয়েস্তা (৬৭৪), সার্জিও বুসকেতস (৬১৮) ও কার্লোস পুয়োল (৫৯৩)।

কাতালান ক্লাবটির ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলতে আর্জেন্টাইন অধিনায়কে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৭টি মৌসুম। যেখানে লা লীগায় খেলেছেন ৫১১টি ম্যাচ, কোপা দেল রে’তে ৭৯টি, চ্যাম্পিয়নস লীগে ১৪৯টি এবং অন্যান্য টুর্নামেন্টে খেলেছেন ২৯টি ম্যাচ।