সাবেক লিভারপুল তারকা জাভি আলোনসো বুটজোড়া তুলে রেখেছিলেন অনেক বছর হল। ফুটবল খেলা থেকে সাময়িক অবসর নিলেও এতদিন ফুটবলের সাথেই জড়িত ছিলেন। ২০১৯ সালে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৩ দলের লিগজয়ে ডাগ আউটে ছিলেন, তারপর থেকে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন এক সময়ে স্পেনের মধ্যমাঠ কাঁপানো তারকা এই মিডফিল্ডার।
বিল্ডের মতে, জার্মান ক্লাব বরুশিয়া মুনশেনগ্লাডবাখের নতুন কোচ হতে যাচ্ছেন জাভি আলোনসো। ইতিমধ্যে ক্লাবটি নিজেদের বোর্ডসভায় স্প্যানিশ মিডফিল্ডারকে কোচ বানানোর মৌখিক স্বিদ্ধান্তও নিয়ে ফেলেছে। যদিও এই বিষয়ে এখনও সায় দেননি জাভি।
জার্মান পত্রিকাটি আরও জানিয়েছে, জাভি এখনও বরুশিয়া ডর্টমুন্ডের অফারের অপেক্ষা করছে। আগামী মৌসুমে ডর্টমুন্ডের সাথে কোচ মার্কো রোজের চুক্তির মেয়াদ শেষ হবে। এবং ডর্টমুন্ড কোচের ক্লাব ছাড়ার সম্ভাবনাও প্রচুর !

স্পেনীয় ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগ বলেছেন,
“মুনশেনগ্লাডবাখের অফারটি জাভির টেবিলে আসা আরও অনেকগুলো অফারের একটি। জার্মান ক্লাবটি নিজেদের নতুন কোচের তালিকায় জাভি আলোনসো ছাড়াও বর্তমান আয়ক্সের কোচ এরিক টেন হ্যাগ এবং প্রাক্তন ডাচ মিডফিল্ডার মার্ক ভ্যান বোমেল সহ আরও ছয়জন প্রার্থীর নাম চূড়ান্ত করে। শেষ পর্যন্ত তারা জাভির নামই প্রস্তাব করে। যদিও নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে এখনই কোন তাড়াহুড়ো করতে চান না স্প্যানিশ মিডফিল্ডার৷”
খেলোয়াড় হিসাবে জাভি আলোনসো স্পেনের ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ উয়েফা ইউরো জয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১৭ সালে বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ক্যারিয়ার ইতি টানা স্প্যানিশ এই মিডফিল্ডার লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলে চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন।