অ্যান্টিগায় শাই হোপের সেঞ্চুরিতে শ্রীলংকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তবে তাদের এই জয়কে ছাপিয়ে আলোচনায় এসেছে লঙ্কান ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকার অবস্ট্রাক্টিং দা ফিল্ড। অধিকাংশের চোখেই গুনাথিলাকার এই আউটটা সঠিক ছিল না।
ক্রিকেটের আইন অনুযায়ী, ইচ্ছাকৃত ভাবে ফিল্ডারকে বাঁধা দিলে সে আউট হয়ে যাবে। কিন্তু দানুস্কা গুনাথিলাকা ইচ্ছাকৃত ভাবে কাইরন পোলার্ডকে বাঁধা দিয়েছিলেন কি-না সেটে নিয়েই তৈরি হয়েছে বিতর্কের, আম্পায়রারের সিদ্ধান্তে মাঠেই অবাক হয়েছিলেন গুনাথিলাকা। এবার তিনি পাশে পাচ্ছেন ইয়ান বিশপ, টম মুডি, ড্যারেন স্যামিদের।
ঘটনাটা শ্রীলংকার ইনিংসের ২২ তম ওভারের, কাইরন পোলার্ডের করা একটি বল ডিফেন্স করেই রান নেওয়ার জন্য কয়েক পা এগিয়ে যান দানুস্কা গুনাথিলাকা। তবে রান নেওয়া সম্ভব নয় বুঝতে পেরে থেমে যান তিনি, এরপর পোলার্ড ফিল্ডিং করতে সামনে এগিয়ে আসলে পেছনে হেঁটে ক্রিজে ফিরে যান লঙ্কান এই ওপেনার।
কিন্তু গুনাথিলাকা সামনের দিকে তাকিয়ে ক্রিজে ফেরার পথে পায়ে লেগে বল কিছুটা সরে যায়, সে সময় অন্য প্রান্তে থাকা পাথুম নিসাঙ্কা ক্রিজ ছেড়ে সামনে চলে এসেছিলো। বল ফিল্ডারের নাগালের মধ্যে থাকলে রান আউটের সুযোগ তৈরি হতে পারতো, কিন্তু পোলার্ড বল থেকে অনেকটাই দূরে ছিল।
তবুও গুনাথিলাকার পায়ে বল লাগতেই আউটের আবেদন করেন পোলার্ড, পরে থার্ড আম্পায়ার তাকে আউট দেন। যদিও রিপ্লাইতে দেখা যায়, গুনাথিলাকার বাধা দেওয়াটা ইচ্ছাকৃত ছিল না। কারণ তিনি যখন ক্রিজে ফিরছিলেন তখন খেয়ালই করেননি বলটি তার পেছনে আছে, তবে মাঠের আম্পায়ার সফট সিগন্যাল আউট দিয়ে সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন।
দানুস্কা গুনাথিলাকার অবস্ট্রাক্টিং দা ফিল্ড প্রসঙ্গে জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ইয়ন বিশপ জানান, তিনি নিশ্চিত নন গুনাথিলাকার কাজটা ইচ্ছাকৃত ছিল কি-না। বিশপ নিশ্চিত না হলেও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় কোচ টম মুডি নিশ্চিত যে তার বাঁধা দেওয়াটা কোন ভাবেই ইচ্ছাকৃত ছিল না।
ক্রিকেটে ভদ্রলোক হিসেবে পরিচিত ড্যারেন স্যামি জানিয়েছেন, তিনি হলে এই আউটের আবেদনই করতেন না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বলেন, “এটা মোটেও ইচ্ছাকৃত ছিল বলে মনে করি না। আমি এখানে আবেদনই করতাম না, কিন্তু…।”
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন দানুশকা গুনাথিলাকা। এ নিয়ে ওয়ানডেতে মাত্র আটবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। আর তিন ফরম্যাট মিলিয়ে ১৩ তম ব্যাটসম্যান হিসেবে এমন আউট হয়েছেন লঙ্কান ওপেনার।