ভারতীয় টেস্ট দলে ঠিকমতো জায়গায়ই পেতেন না রোহিত শর্মা। যখন থেকে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন তখন থেকেই অন্যান্য ফরম্যাটের মতই নিয়মিত রান করে চলেছেন তিনি। ফরম্যাট বদলানোর সাথে সাথে লাল বলের ক্রিকেটে নিজের খেলার ধরনেও পরিবর্তন এনেছেন এই ভারতীয় ওপেনার। এবার প্রথম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১ হাজার রান করলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি বিশেষ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বিরাট কোহলির দলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ভারতকে বড় রানের পুঁজি এনে দিতে উইকেট কামড়ে পড়ে আছেন রোহিত শর্মা। ৯৭ বলে ২৭* রানের ইনিংস খেলার পথে দারুণ এই মাইলফলক স্পর্শ করেছেন রোহিত।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ওপেনিং ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাঃ
- রোহিত শর্মা- ১০০০+
- ডেভিড ওয়ার্নার- ৯৪৮
- ডিন এলগার- ৮৪৮
- ডমিনিক সিবলি- ৮৪১
- মায়াঙ্ক আগারওয়াল- ৮১০
টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে টেস্ট ক্রিকেট কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছিল। টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চালু করেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে টেস্ট খেলুড়ে সেরা ৮ টি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে একাধিক টেস্ট সিরিজ খেলার সুযোগ পাচ্ছে।
পয়েন্টের ভিত্তিতে করা টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট জিতলে ভারতও উঠে যাবে ফাইনালে। অন্যথায় ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।