পুনেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ইনিংসের অষ্টম ওভারে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে ড্রাইভ দিয়ে বা কাঁধে ব্যথা পেয়ে তৎক্ষনাৎ মাঠ ছেড়েছিলেন শ্রেয়াস আইয়ার। পরবর্তীতে হাসপাতালে যেয়ে স্ক্যান করার পর নিশ্চিত হওয়া গেছিলো বা কাঁধের হাড় সরে গেছে ভারতীয় এই ব্যাটসম্যানের।
যার দরুন শেষ দুই ওয়ানডের পাশাপাশি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকেও ছিটকে যান দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক। এবার খবর এলো অতি শীঘ্রই ডাক্তারের ছুরি কাঁচির নিচে যেতে হবে শ্রেয়াস আইয়ারকে। আগামী ৮ এপ্রিল কাঁধের অস্ত্রোপচার করার কথা রয়েছে তার।
অস্ত্রোপচারের পর সহসা মাঠেও ফেরা হচ্ছে না তার। অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে রয়্যাল লন্ডন কাপেও নিশ্চিতভাবে অংশ নিতে পারছেন না ভারতীয় ব্যাটসম্যান।
প্রথমবারের মতো রয়্যাল লন্ডন কাপ খেলার জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হইছিলেন শ্রেয়াস আইয়ার। যেখানে আসন্ন ১৫ই জুলাই ল্যাঙ্কাশায়ার শিবিরে যোগ দেওয়ার কথা ছিলো ভারতীয় ব্যাটসম্যানের ।
শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে এখনো নতুন অধিনায়ক ঘোষণা করেনি দিল্লী ক্যাপিটালস। গেল বার তাঁর নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ফ্যাঞ্জাইজিটি। যদিও ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আইয়ারদের। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নতুন অধিনায়ক হিসেবে রিশাভ পান্তকে দেখা যেতে পারে।