জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। বাংলদেশ সহ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় আসবে পোল্যান্ড, কেনিয়া,শ্রীলঙ্কা ও নেপাল জাতীয় কাবাডি দল।
বাংলাদেশের জাতীয় খেলা হল এই কাবাডি। করোনার মধ্যে আয়োজন করলেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সব কিছু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামীকাল (সোমবার) বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের বিস্তারিত জানাবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন । এ সময় আরো উপস্থিত থাকবেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোঃ মোজাম্মেল হক।