ডানেডিনে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম, শুরুতেই ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবাল ও তিনে নামা সৌম্য সরকার।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্টকে ইনিংসের তৃতীয় বলেই দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে ভালো শুরুরই ইঙ্গিত দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, এরপর লিটন দাসকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন।
তবে পঞ্চম ওভারে তামিমের বিদায়ে ভাঙে ১৯ রানের উদ্বোধনী জুটি, নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ঘন্টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই প্রথম ঘন্টাতেই বিপদে পড়েছে সৌম্য সরকারও শূন্য হাতে ফিরলে, দুজনকেই ফিরিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
দুই দলের একাদশঃ
বাংলাদেশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ
নিউজিল্যান্ডঃ মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়ং, টম লাথাম, জেমস নিশাম, ডরয়াল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।