উইকেট কিপিং নিয়ে বেশ দীর্ঘদিন সময় ধরেই কাঠগড়ায় মুশফিক। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ রান আউট মিস করার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর এক বিভিষীকার নাম। এবারও প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড, আবারও ভিলেন সেই মুশফিক। একাধিক সহজ সুযোগ মিস করে গলাটিপে হত্যা করেছেন বাংলাদেশের প্রবল সম্ভাবনাকে।
একাদশে আরও দুজন অভিজ্ঞ উইকেট কিপার থাকার পরেও বার বার সেই মুশফিকই উইকেট কিপার। মুশফিকের উইকেট কিপিং নিয়ে কোন মন্তব্য করতেও নারাজ বিসিবি। উইকেট কিপিং নিয়ে সিদ্ধান্তটাও মুশফিকের হাতেই দিয়ে রেখেছে তারা। মুশফিক চাইলে দায়িত্ব ছাড়াতে পারেন, না চাইলেও সেক্ষেত্রে কোনও পদক্ষেপ নিবে না বিসিবি।
শনিবার গণমাধ্যমকে মুশফিকের উইকেট কিপিংনিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, “আমি মনে করি বাংলাদেশ দলের সবাই কিন্তু জেতার জন্যই খেলে। মুশফিকও এর অংশ। সেও জেতার জন্যই খেলে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মুশফিকই সেরা ব্যক্তি, সে এখন উইকেট কিপিং ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দেবে কি না, এ সিদ্ধান্তটা আমি ওর কাছেই রাখতে চাই।”
নিউজিল্যান্ডের বিপক্ষে ড্যারিল মিচেলের রান আউট মিস করায় অনেকেই দায় দেখছেন মুশফিকের। সেই ম্যাচেই ফেলেছিলেন আরও একটা সুযোগ তবুও গ্লোভসটা মুশফিকের কাছেই কেন? বিসিবি পরিচালক আরও বলেন, “এটা আমি ওভাবে আলাপ না করে বলতে চাই, ও খুব ভালো চিন্তা করে। বাংলাদেশ দলের জন্য চিন্তা করে, নিজের জন্য চিন্তা করে।
এটা ও চিন্তা করবে যে, যেহেতু লিটন-মিঠুন আছে, আমার কিপিংটা আগের মতো হচ্ছে না, ওদের একজনকে গ্লোভসটা ছেড়ে দেব কি না। এটার সিদ্ধান্ত ও নিলেই সবচেয়ে ভালো হবে। একজন সিনিয়র ক্রিকেটার, সাবেক অধিনায়ক হিসেবে ওর তো অনেক দায়িত্ব আছে। তো এই দায়িত্ব থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আসলে।”