২০১৬ সালে আইপিএলে অভিষেক ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্তের, দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল যাত্রা শুরু করা পান্ত প্রতিটা আসরেই খেলেছেন একই দলের হয়ে। বর্তমানে নাম বদলে দিল্লি ক্যাপিটালস হয়ে যাওয়া দলটি এবার রিশাভ পান্তের নেতৃত্বেই খেলবে।
জন্ম ভারতের উত্তরখন্ডে হলেও দিল্লিতেই বেড়ে উঠেছেন রিশাভ পান্ত, আইপিএলে শুরু থেকে খেলছেনও দিল্লির হয়েই। স্বাভাবিক ভাবেই দলটির অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত পান্ত, তার চোখে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ত্ব করাটা স্বপ্ন পুরণের মতো।
অফিসিয়ালি অধিনায়কত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় রিশাভ পান্ত উচ্ছ্বাস জানিয়ে বলেন, “দিল্লিতে আমি বড় হয়েছি, আমার আইপিএল যাত্রাটাও এখানেই শুরু হয়েছিল। একদিন এই দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন সবসময় লালন করেছি, আজ সেই স্বপ্ন পূরণ হলো। আমি সম্মানিত বোধ করছি।”
দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার চোটের কারণে ছিটকে গেলে ভাগ্য খুলে যায় পান্তের, দলে আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিনদের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও তার উপরেই আস্থা রেখেছে দিল্লি।
দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছে উল্লেখ করে রিশাভ পান্ত বলেন, “আমাদের দুর্দান্ত কোচিং স্টাফ আছেন, দলে অনেক সিনিয়র ক্রিকেটার রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আমার সেরাটা দিতে আমি আর অপেক্ষা করতে পারছি না।”
৯ এপ্রিল আইপিএল মাঠে গড়ালেও পরের দিন নিজেদের যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস, সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে আইপিএলে যাত্রা শুরু করবেন রিশাভ পান্তও, এর আগে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশ্তাক আলী ট্রফিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে পান্তের।