“নেপালের টুর্নামেন্টে নতুন ও তরুণ ফুটবলারদের সুযোগ দিতে চাই। তাদের কে বাজিয়ে দেখবো যে তারা আসলেই বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত কিনা। যদি তাদেরকে প্রস্তুত মনে হয় তবে ভাল আর না হলেও সমস্যা নাই।”
গতকাল ঠিক এভাবেই কথা গুলো বলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে। আজ আরও একবার গতকালের কথা গুলোর যেন পুনরাবৃত্তি করলেন এই ইংলিশ কোচ। নেপাল টুর্নামেন্ট নিশ্চিত হওয়ার পর থেকেই জেমি ডে’র চিন্তায় যেন ছিল লীগে পার্ফরম করা তরুণ ও নতুন ফুটবলারদের সুযোগ দেওয়া। কেননা এই টুর্নামেন্টের জয়-পরাজয় নিয়ে চিন্তিত নয় জেমি ডে, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতি হিসেবেই স্কোয়াড ঘোষণা করেছেন এই ইংলিশ কোচ।
ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য শুরুতে পাঁচ নতুন মুখ ডাক পেলেও আজ যোগ হয়েছেন জাতীয় দলের স্বাদ না পাওয়া আরেক স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল। ২৫ সদস্যের স্কোয়াড নিয়ে আগামী ১৮ই মার্চ নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলের সবাইকেই আন্তর্জাতিক ম্যাচের স্বাদ দিতে চান কোচ জেমি ডে। এ বিষয়ে তিনি বলেন,
“নেপাল ট্যুরে প্রতিটা খেলোয়াড়ই আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাবে। আমি আগেই বলেছি, এই দুই ম্যাচে আমি নতুন খেলোয়াড়দের পরখ করে নিতে চাই যে তারা আন্তর্জাতিক মানের ফুটবল খেলার জন্য প্রস্তুত কিনা। যদি আমরা প্রথম ম্যাচ হারি বা জয় পাই বা ড্র করি তবুও পরের ম্যাচে আলাদা দল খেলাবো।”
কোচ জেমি ডে’র মতে বাংলাদেশ ও নেপাল থেকেও কীরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল বেশি শক্তিশালী। তাই নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট এক প্রকার কঠিনই হতে যাচ্ছে মনে করেন এই ইংলিশ কোচ।