পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র’তে এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’ এর তলানীতে অবস্থান করছে বাংলাদেশ। যদিও পাঁচ ম্যাচের চারটি’ই ছিল প্রতিপক্ষের ঘরের মাঠে। তবে বাকি তিনটি ম্যাচ বাংলাদেশের ঘরের মাটিতে খেলার কথা থাকলেও তা আর হচ্ছে কই। বাংলাদেশ চেয়েছিল ঘরের মাঠে খেলতে যাতে অনন্ত মাঠে ভাল পার্ফরমেন্স করা এবং ঘরের মাঠের সুবিধাটাও নেওয়া যায়। এছাড়া ইতিমধ্যে ভারত ও ওমানের বিপক্ষে দুই ম্যাচের সূচি পরিবর্তন করে জুনে নিয়ে যাওয়া হয়েছে এবং ম্যাচগুলা নিরপেক্ষ ভেন্যুতে হবে এটাও নিশ্চিত করেছে এএফসি।
আগামী ২৫ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আফগান ফুটবল ফেডারেশন চিঠি দিয়ে জানিয়েছে, তারা আসবে না। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পিছু হটছে না, এখনও তারা নিজেদের মাঠে খেলার ব্যাপারে অনড়।
এই বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠি দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বাফুফে। বাংলাদেশ যে এই ম্যাচ খেলার জন্য এখনো প্রস্তুত সেটাই এএফসিকে জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। গতকাল (সোমবার) জাতীয় দল কমিটির সভা শেষে কাজী নাবিল বলেছেন,
‘‘আফগানিস্তান দুই দিন আগে আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, তারা আসতে পারবে না এবং তারা অনুরোধ করেছে, ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে। আমরা এখন চিঠি দিয়ে এএফসিকে নিজেদের অবস্থান জানিয়ে দেবো।”