|| বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ ||
আগামীকাল ক্রাইস্টচার্চে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, এই ম্যাচেও খেলতে পারছেন না নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। ইঞ্জুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যান রস টেইলর, তবে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট আশা করেছিল দ্বিতীয় ম্যাচের আগে সেরে উঠবেন। তবে তাদের সেই আশা পুরণ হচ্ছে না, ইঞ্জুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি টেইলর, তাই দ্বিতীয় ম্যাচেও তাকে দলে পাচ্ছে না কিউইরা।
রস টেইলর না খেলতে পারলেও চিন্তার কিছু নেই নিউজিল্যান্ডের, প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে বেশ ভালো ছন্দেই আছে তারা। ট্রেন্ট বোল্টের বোলিং তোপে পড়ে মাত্র ১৩১ রানেই শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস, জবাবে ২১ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৭ টায়, সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই তামিম ইকবালের দলের।