আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৫ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। আর এই জয়ে দূর্দান্ত এক রেকর্ড ছুঁয়েছেন দেশটির অধিনায়ক আসগর আফগান।
শুক্রবার আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক জয়ের রেকর্ডে ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান।
নিজ নিজ দেশের হয়ে দুজনেই অধিনায়ক হিসেবে সমান ৪১টি করে ম্যাচ জিতেছেন। তবে মহেন্দ্র সিং ধোনির চেয়ে ২১ ম্যাচ আগেই এই কীর্তি স্পর্শ করলেন আফগান অধিনায়ক।
ভারতের সবচেয়ে সফল অধিনায়ক টি-টোয়েন্টিতে ৭২ ম্যাচ দেশকে নেতৃত্ব দিয়ে ৪১টি ম্যাচ জিতিয়েছেন, যেখানে তার জয়ের শতকরা হার ৫৯.২৮ শতাংশ। এরমধ্যে ২০০৭ সালে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপও এনে দিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’। অন্যদিকে মাত্র ৫১ ম্যাচেই সমান সংখ্যক ম্যাচ জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। তার জয়ের শতকরা হার ৮১.৮৭।
শুক্রবার শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে এসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ছিলো আফগানিস্তান। জবাবে আফগান বোলারদের আগ্রাসী বোলিংয়ে মাত্র ১৭.১ ওভারেই ১৪৮ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে ইতোমধ্যে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে অনন্য এই কীর্তি নিজের করে নেওয়ার সুযোগ থাকছে আসগর আফগানের কাছে।