ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এবার আর আইপিএল খেলা হচ্ছে না সুনীল নারিন, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসানদের। এবার তাদের হোম ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। আইপিএল খেলতে মঙ্গলবার মুম্বাই পৌছে কোয়ারেন্টাইনে চলে গেছেন দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।
গত আসরে খুব বেশি ভালো করেনি কলকাতা। ব্যর্থ ছিলেন এই দুই তারকাও। তবে এবার নতুন অঙ্গিকার করলেন রাসেল। হারানো শিরোপা পুনরুদ্ধার করতে চান তিনি। রাসেল বলেন,
“এ বার ভারতের মাটিতে আইপিএল হচ্ছে। তাই সমর্থকদের আনন্দ দ্বিগুণও হবে। গত কয়েক বছর হতাশা কাটিয়ে এ বার আপনাদের মুখে হাসি ফোটাতে চাই। আমাদের পাশে থাকবেন। জৈব বলয়ে আমরা আগেও থেকেছি। ব্যাপারটা আমাদের কাছে নতুন নয়। তাই মানিয়ে নিতে অসুবিধা হবে না।”
The moment you've all been waiting for…
The 2018 and 2019 MVP's are in the house! 🤩#ToofaniFans, excited to get this party started? @Russell12A @SunilPNarine74 #KKR #HaiTaiyaar #IPL2021 pic.twitter.com/SWaw3FCKPi
— KolkataKnightRiders (@KKRiders) March 23, 2021
২০১৪ সালের পর বল হাতে আগের মতো সেই ধার দেখাতে পারেননি সুনীল নারিন। তবুও নাইট কর্তাদের তাঁর উপর অগাধ ভরসা। তাই এই স্পিনার বললেন, “আইপিএলের কথা আলোচনা হলেই ভারতের কথা মনে চলে আসা স্বাভাবিক। গত বছর আরবে আমরা ভাল ফল করতে পারিনি। তবে এ বার অন্য মেজাজে দলকে দেখা যাবে।”
৯ মার্চ পর্দা উঠছে আইপিএলের।