করোনা মহামারি কেড়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের প্রায় এক বছর। এই সময় ছিল না বাংলাদেশ দলের কোনও আন্তর্জাতিক সিরিজ। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সাথে বিসিবির যে চুক্তি ছিল সেই সময়টাতে তিনি কাজ করতে পারেননি দলের সাথে।
যেহেতু তার সাথে চুক্তি্র মেয়াদ শেষ হয়েছে তাই বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে ভেট্টোরি কাজ করবেন নতুন চুক্তিতে এবং সেটি শুধুমাত্র এই সিরিজের জন্যই। তবে নতুন এই চুক্তিতে পারিশ্রমিক কমেছে এই সাবেক কিউই স্পিনারের। পূর্বের দিন প্রতি আড়াই হাজার ডলার থেকে কমিয়ে দেড় হাজারে আনা হয়েছে ভেট্টোরির পারিশ্রমিক। এমনটিই জানিয়েছে কালেরকন্ঠ।
নতুন চুক্তির বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “ভেট্টোরির সাথে আমাদের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত (গত বছরের অক্টোবর-নভেম্বরে)। ওই সময়ের মধ্যে উনি কত দিন কাজ করবেন, চুক্তিতে নির্দিষ্ট ছিল সেটিও (১০০ দিন)। তবে আসরটি স্থগিত হয়ে যাওয়ায় পুরো ১০০ দিন তাকে আমরা কাজে লাগাতে পারিনি। যেহেতু পুরোটা সময় আমরা তাঁকে ব্যবহার করিনি, তাই আলোচনার মাধ্যমে পারিশ্রমিকের নতুন এক অঙ্ক নির্ধারণ করে আমরা তাঁর সঙ্গে একটি সমঝোতায় গিয়েছি। আপাতত এই নিউজিল্যান্ড সফর পর্যন্ত অ্যাসাইনমেন্ট আছে। এরপর সময়-সুযোগ হলে আমরা তাঁর সার্ভিস নেবো।”
দাম বেড়েছে নাকি কমেছে সেই বিষয়ে তিনি আরো বলেন, “বাড়ার তো প্রশ্নই ওঠে না। মেয়াদ যেহেতু শেষ, আমরা দর-কষাকষি তো করতেই পারি। সেটি আমরা করেছিও। অনেক বড় অঙ্কই কমেছে।”
তবে ভেট্টোরির সাথে বিসিবির চুক্তি শুধুমাত্র বাংলাদেশের নিউজিল্যান্ড সফরকে ঘিরেই। এপ্রিল-মে মাসের শ্রীলঙ্কা সফরের জন্য নতুন স্পিন বোলিং কোচ খুঁজতে হবে বাংলাদেশকে। তবে পরবর্তি সময়ে ভেট্টোরিকে আরও কাজে লাগানোর সম্ভাবনা আছে বিসিবির। নিজাম উদ্দিন আরও বলেন, “এটিই তাঁর শেষ অ্যাসাইনমেন্ট,তা নয়। উনি যেহেতু বিশেষজ্ঞ কোচ, তাঁর সার্ভিস আমরা যেকোন সময় নিতেই পারি। উনাকে না পাওয়া গেলে তো নতুন কাউকে নিতেই হবে। আমাদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ওনার সমস্যা হলো ফিরে গিয়েই তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হচ্ছে পরিবার থেকে দূরে থেকে। এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ যখন থাকবে না, তখন আবারও আমাদের কার্যক্রমে তাঁকে দেখতে পারেন।”
চলতি মাসের ২০ তারিখ ডানেডিনে সিরিজে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।