ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নসশীপের মধ্য দিয়ে যাদের সম্প্রতি অভিষেক হয়েছে এবং ক্যারিয়ারের শুরুতেই যারা নজর কেড়েছেন, এমন ক্রিকেটাদের নিয়ে রবিবার ক্রিকেটের বাইবেল খ্যাত বিখ্যাত ক্রীড়া সাময়িকী ‘উইজডেন’ একটি একাদশ নির্বাচন করেছে। যেখানে বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইট-ওয়াশ করে তিক্ত স্বাদ উপহার দেওয়া, চট্টগ্রাম এবং ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের তিন জয়ের নায়কও জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরি করে এশিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার নতুন ইতিহাস গড়েছিলেন কাইল মায়ার্স। যেখানে তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন ক্রুমাহ বোনার। আর ঢাকা টেস্টে বল হাতে টাইগারদের প্রায় একাই গুড়িয়ে দিয়েছিলেন রাহকিম কর্নওয়াল।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নসশীপে অভিষেকের পর এই সময়টাতে ৩ ম্যাচে ৭১.৬ গড়ে ৩৫৮ রান করেছেন কাইল মায়ার্স। যেখানে ২১০* রানের ইনিংস ছাড়া একটি ফিফটি রয়েছে তার। আর ৩ ম্যাচে ১ সেঞ্চুরি আর ২ ফিফটিতে ৭৫ গড়ে ৩৭৫ রান করেছেন ক্রুমাহ বোনার।
ভারতের বিপক্ষে অভিষেক হওয়া রহিম কর্নওয়াল ৬ ম্যাচে ৩২.৬ গড়ে নিয়েছেন ৩২ উইকেট, যেখানে দুইবার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন তিনি। বল হাতে কার্যকরী ভূমিকা রাখার পাশাপাশি, ব্যাটে হাতেও একটি ফিফটি রয়েছে তার।
এই তিন ক্রিকেটার ছাড়াও একাদশে সর্বোচ্চ চার ক্রিকেটার জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে। ৪ ম্যাচে ২ ফিফটিতে ৪০ গড়ে ২৪০ রান এবং ১০ ডিসমিশাল করা জশুয়া ডি সিলভা উইজডেনের এই একাদশের উইকেটরক্ষক।
এছাড়া ভারতের দুইজন, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার একজন করে খেলোয়াড়কে এই একাদশে রাখা হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নসশীপে অভিষিক্তদের সেরা একাদশঃ
- আবিদ আলী (পাকিস্তান)
- শুভমান গিল (ভারত)
- ক্রুমাহ বোনার (ওয়েস্ট ইন্ডিজ)
- পাথুম নিসাস্কা (শ্রীলঙ্কা)
- কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ)
- জশুয়া ডি সিলভা (ওয়েস্ট ইন্ডিজ)
- রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ)
- অক্ষর প্যাটেল (ভারত)
- কাইল জ্যামিসন (নিউজিল্যান্ড)
- জোফরা আর্চার (ইংল্যান্ড)
- আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)