নিউজিল্যান্ড বাংলাদেশের জন্য বরাবরই কঠিন একটা জায়গা, যেখানে স্বাগতিকদের বিপক্ষে সবগুলো হারের তিক্ত অভিজ্ঞতা নিয়েই দেশটিতে গেছিলো টাইগাররা। বাস্তবতা জানা সত্ত্বেও ইতিহাস বদলে দেওয়ার প্রত্যয় শোনা গেছিলো টিম ম্যানেজমেন্ট অধিনায়ক, ক্রিকেটারদের কণ্ঠে।
আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, তবে এখন পর্যন্ত ইতিহাস বদলে দেওয়া হয়নি টাইগারদের। উল্টো জয়ের সুযোগ থাকলেও ফিল্ডিং কিংবা ব্যাটিং ব্যর্থতায় তা মিলিয়ে গেছে, শঙ্কা জেগেছে আরও ১টা জয়হীন নিউজিল্যান্ড সফরের।
যা পরিস্থিতি শেষ ম্যাচেও সেটা পরিবর্তন ঘটবে তাতে বাজি ধরার লোক পাওয়াটা দুস্করই হবে, কিন্তু ক্রিকেটারদের তো এসব নিয়ে বসে থাকার সুযোগ নেই। ব্যর্থতাকে পেছনে ফেলে জয়ের জন্য মাঠে নামতে হবে তাদের, বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকারও শেষ ম্যাচে জয় দিয়ে সফর শেষ করার ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন।
নিউজিল্যান্ডে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল, তবুও কেন সাফল্য আসেনি তার কারণও ব্যাখা করেছেন সৌম্য সরকার। তার মতে, ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই সম্মলিত ভাবে পারফর্ম করতে না পারার কারণেই সাফল্য আসেনি বাংলাদেশের।
শেষ ম্যাচে মাঠে নামার আগে এক ভিডিও বার্তায় সৌম্য সরকার বলেন, “এখানে (নিউজিল্যান্ডে) জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলেছি, একদিন বোলাররা ভালো করছি, একদিন ব্যাটসম্যানরা। তিন বিভাগেই যদি ভালো করতে পারতাম তাহলে সহজ হতো, জয় পাওয়াটা সম্ভব হতো।”
সম্মলিত ভাবে পারফর্ম করতে পারলে জয় দিয়ে সফর শেষ করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন সৌম্য, “একটা ম্যাচই বাকি আছে। যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব। গত ম্যাচে ফিল্ডিং অনেক ভালো ছিল, ২/১ টা ছোট ছোট ভুল হচ্ছে। এই ভুলগুলো না করি যদি, নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় কালকের ম্যাচ জিততে পারবো।”
অকল্যান্ডে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ, হোয়াইটওয়াশ এড়াতে ম্যাচটিতে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের, ওয়ানডে সিরিজে আগেই হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি ইতিহাস বদলে দিতে পারে কি-না সেটাই দেখার বিষয়।